শিশু কিশোরদের জন্য স্কাউটিং একটি অরাজনৈতিক ও শিক্ষা মূলক আন্দোলন। জাতি , ধর্ম, নির্বিশেষে স্কাউটিং সকলের জন্য উম্মুক্ত। 


স্কাউটিং ছেলে মেয়েদেরকে শারিরিক ,বুদ্ধি বৃত্তিক,সামাজিক , আদ্ধ্যাতিক মানবিক দিকগুলি পরিপূর্ন অন্তর্নিহিত ক্ষমতা বিকাশের অব্দান রাখে । 

স্কাউটদের মুল্নীতি ,স্কাউট পদ্ধতি ,স্কাউট প্রতিজ্ঞা,স্কাউট মুলমন্ত্র মেনে চলতে হয়।

সাধারনত ৩২ জন শিক্ষার্থী নিয়ে একটি স্কাউট দল গঠন করা হয়।৩২ জন শিক্ষার্থী নিয়ে ৪টি উপদলে ভাগ  করা হয়। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে ট্রুপ মিটিং বাস্তবায়ন করা হয়।